আঁধার রাতে ঝড়ের আভাস পশ্চিমের ওই বায়,
পূব আকাশে উঠবে কিরণ তারই অপেক্ষায়।


ভয় কেন হে ধ্বংস শেষে নতুন হরিৎ হাসে,
সেই হাসিতে সবুজ সাজে আপন মনে রাজে।


দু:খ সুখ আর উজান ভাটি প্রকৃতিরই নিয়ম,
অমাবস্যা আছে বলেই অমূল্য চন্দ্রকিরণ।


দিনের পরে রাত্রি আসে নিত্য তাঁহার খেলা,
ক্ষণস্থায়ী যাত্রা মোদের নাটাই সুতোয় বাধা।


সুখের যেদিন জন্ম হল দু:খ সেতা জমজ হল,
দুজনারি মূল হল এক পথ দেখিতে ভিন্ন।


কর্ম করলে ফল মিলিবে ভাল কি বা মন্দ,
মিছেই মোরা ভাবনা করি মিছে সবি দ্বন্দ।


তাই বলি ভাই চল সবে তফাৎ করি পিছে,
ভালবেসে সমাজ গড়ি হিংসা রাখি পাছে।