একদা দুপুরে কোন উদ্যানের কোনে,
ছোট বৃক্ষতলে বসে একাকী আনমনে,
ভেবেছিলে বুজি আমার কথা
জেকে বসেছিল কি-
সেথা আমার শূন্যতা!


যখন সেতা, তুমি আমি হেতা
বসে একান্তে, মজি দুজান্তে
দুরন্ত হয়ে যায় চলে ধেয়ে
ওরে নির্দয় সময় হতকছাড়া।


আজ বুজি সেতা সময় হয়েছে বৃথা
ক্ষনে ক্ষনে মনে হয় অচেতনে
খুজেছিলে কি আমায়
অপলক দৃষ্টি চেয়ে!


হাতে হাত রেখে নয়নে নয়ন
প্রতি মুহূর্থে বোনা কতনা স্বপন
নেই পাওয়ার আকুতি
কিংবা চলার বিনতী
আছে কেবল প্রেম
নিরেট ভালবাসার প্রীতি।


আজ নিরুপমা তব হিয়া মাঝে
যে ঝড় উঠেছিল কালবৈশাখী সাঁঝে
সে ঝড়ের তীব্র ছোয়া চুরমার করেছিল
আমার মনের সকল আকাঙ্ক্ষারে।


আমার তরে তব অপেক্ষা
থাকুক বেচে চিরতরে
অপেক্ষার পর মিলিব মোরা
আপনাতে চির প্রেমাডোরে।