ব্যার্থ হবে, ভাঙবে তুমি, হারবে তুমি যত
জানবে তখন সফলতা ক্ষণিক অপেক্ষারত।  
তুমি কি আজ সত্যি ভালো আছো?
নাকি, আমার মত তোমারও  মনে ক্ষত;
কারো শহরে ঝড় উঠেছে,দুলছে স্মৃতির ঘর
কারোর আকাশ চুপ করেছে-বৃষ্টি নামার পর।
শক্তি রেখো ভীতর থেকে না যেন হয় ক্ষয়-
একদিন ঠিক হবে জানি বিশ্বাসেরই জয়।
চারিদিকে সব ঘুষ সোহাগী,
প্রতিবাদী তাই খাটছে জেল;
খুনি হাতে পতাকা ধরে------
এই তো মোদের গণতান্ত্রিক দেশ।
উদাস আমি এসব দেখে, বাঁধতে থাকি গান-
সেই গানেরই সুরে সুরে উদাস করে প্রাণ।