আমি যদি একটা বই হতাম
আমার পাতাগুলো থাকত পড়ে শূন্য-
হতাম যদি একটা কালো গোলাপ
যণ্ত্রনা আর ব্যাথার চিহ্ন।
হতাম যদি পাখি, থাকত না টেনশন
থাকত না কোনও কর্মের বন্ধন।
পাখির মধুর সুরে প্রকৃতি জাগরিত
মোদের আর্তনাদে পৃথিবী স্তম্ভিত।