সম্প্রতি দেখে এলাম অযোধ্যার রাম মন্দির। আমার আজকের কবিতা:-
জয় শ্রী রাম
দশরথ নন্দন, ত্রিভুবন করে বন্দন
পুরুষোত্তম প্রভু, তোমায় প্রণাম।
রাজীব লোচন বলি নয়নাভিরাম-
দশানন প্রাণহরি, তুমি সদাচারী।
গাহে বীর হনুমান নাম অবিরাম
তোমার চরণে স্মরণ প্রভু-জয় শ্রী রাম।
রাম আমার রাম তোমার;
রাম শুধু নয় আবেগের--
প্রতিটি মানুষে রাম বাস করে
তবু মন্দির লাগে মানুষের।।