প্রাণহীন মিছিল, হারিয়েছে জৌলুষ;
ওরা হাঁটে না আর সাথে,
ঘোমটা মাথায় তপ্ত দুপুরে বসে না  খোলা মাঠে
সভা শেষের অপেক্ষায় সারাদিন,
আশার ঝুলি ভরেনি কোনদিন।


পাড়ার দোকানে হয়না খবরের ব্যবচ্ছেদ
চায়ের কাপে ওঠে না তুফান আর,
শোনে না বিতর্ক, শোনে না ভাষণ,
ওরা বুঝে গেছে
দেরী হলেও এখনও সময় আছে।


আকাশের তারা আকাশেই শোভা পায়
ভীর জমে না আর মাটিতে,
কে এলো, কে গেল, দেখার সময় নাই।
একমনে কাজ করে রোদে-জলে মাঠে
দিনের শেষে দুমুঠো খাবার হয়তো জোটে।


এখনও ঈশ্বরে বিশ্বাস সমবেত প্রার্থনা
শেষ হবে বঞ্চনা একদিন
সততার চাদরে মিথ্যা ঢেকে যাবে যেদিন,
দৃঢ় বিশ্বাস ওদের, ধ্বংসের আগেই সত্যযুগ
শুরু হবে সেইদিন।