আবার যদি ফিরে আসি...
চাইবো না অধিকার...
সুরা'র বেসুরে গাইবো না তানপুরা..
বাজাবো না উথালপাতাল দুপুরবাঁশিটা
বিকেলের রৌদ্দুরে লিখবো না কোনো অপেক্ষার মৌনতা
বরং সন্ধ্যাতারায় লিখে দেবো বয়ে আনা আশৈশব উপখ্যান...
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।


জেনেছিলাম মেঘের কাছে সেদিন তোমার চোখ..
এক সমুদ্র ভিজিয়ে দিলো বিসর্জনী শোক।
নৈঃশব্দের ঘড়ি নিয়তির ঘন্টা বাজায়
আমি - তুমি একাকার  একটি হৃদয়।


ভোর হয়। ক্রমশ কোলাহল ব্যস্ত...
কতো হাত ধরাধরি, কতোজন..!
শুধু আমার দীর্ঘশ্বাস বড়ো হয়-
ক্রমশ  পিছু সরে যাও তুমি...
পেছনে...
আরোও পেছনে!!
আরো বহুদূর  পেছনে!!!


নিয়তির ঘন্টায় ঘা'মেরে বলি...
আবার যদি ফিরে আসি...
আশৈশব শুধু নয়,
আজন্ম ঢেলে দিয়ে বলি-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।।


মিটুল
তাং. মঙ্গলবার, ২৫/০৯/১৮