♦[আমি শিক্ষক]♦
---------- মিটুল কুমার বোস।


আমি শিক্ষক।


একটা প্রশান্তি, একটা তৃপ্তি আমি শিক্ষক।
এক অমূল্য পেশা এ শিক্ষকতা-
জাগ্তে, জাগাতে অদম্য নেশা এখানে।


"তুমি কে ঘুমাও হে মোর সন্তান!
ওঠো! জাগো!! সম্মুখে তোমার উন্মুক্ত বিশালতা।"


এলো শুভক্ষণ ---
এলো ডাক আমার, নতুন এক।
যেতে হবে দূরে,  বহু দূরে.....!


ঐ চেয়ে দেখ.....
বসে আছে পথ চেয়ে সহস্র আগন্তুক।
চোখে তার দুরন্ত পথিকের অফুরন্ত আশা,
লালে লাল, টগবগে তারুণ্যের উন্মাদনা।


ঐ ওরা জ্বালিয়েছে মঙ্গল দীপ--
প্রোজ্জ্বলিত তার শিখা-
জ্ঞান মন্ডূপে।
আমি তার ঋষি একজন।


অন্তরে উদাত্ত আহবান।
এসো জ্ঞানের সন্ধানে-
জগতের এ কর্মযজ্ঞে আমার নিমন্ত্রণ।।


রচনাঃ মিটুল কুমার বোস
[ ২৯/১০/২০০৮]