আমার রঙের কৌটাটাই
চুরি হয়ে গেছে....
কবিতার ক্যানভাসে কি আর দেবো রঙ ....


একটা শাড়ি তৈরি  হবে,
পরবে মহাজনের বৌ।
তার জন্য কতো আয়োজন!


তাই ব'লে আমার কৌটাটাই
চুরি করতে হবে?


দেশে কি কোনো রং -পালিশওয়ালা নেই না কি?


তারাপদ, তোমার কী দোষ বলো ?
মিছে গোলামী করতে গিয়েই
দড়িটা হলো গলার মালা।


আকাশের কাছে চাইলাম----
যদি একটু নীল দেয়,
দিলো একরাশ বেদনা।
বেদনার রঙে কি কবিতা আঁকা যায়!


চাই মুঠো মুঠো দখিনা বাতাস,
ফাগুনের কুহুডাকা কোকিল,
আঁচলে মোড়া আমের মুকুল,
ভোরাই রঙের টগবগে লাল শিমুল.......


একটা অন্যরকম শালিক,
খাঁচায় বন্দি না করলেও যে
পালিয়ে যায় না।
একজন কোনো গানওয়ালা--
যে মানুষের গান গায়,-কখনো পয়সা চায় না।


অন্য কোনো এক কবি চাই--
ওৎপেতে বসে থাকা শব্দ চোরেরা
সবশব্দ চুরি করেও
যাকে নিঃস্ব করতে পারে না।


চাই একটা শৈল্পিক চাদর, মানচিত্র;
বিচিত্র যার সৌন্দর্য --
রঙের তুলি শুকিয়ে গেলেও..
ফুরাবে না, শুকাবে না যার বাহারি ঐশ্বর্য ।।
----মিটুল কুমার বোস।।
------11/01/17।