এসো বন্ধু--
এসো মোর মনো মন্দিরে--
এসো বারে বারে,এসো ফিরে ফিরে--
এসো আজন্ম, জন্ম-জন্মান্তরে--
এসো কান্নায়, এসো আনন্দে--
এসো নতুনে, নবো জীবনের আলোকে--
এসো রুদ্র গিরি প্রখরো তাপে--
এসো সুখো ঝরায় শ্রাবনো মেঘে--
এসো প্রান্তরে, দূর-দূরন্তে--
এসো দিগ্-দিগন্ত, সকাল সাঁঝে--
এসো মহনো বংশী বাঁকা নয়নে--
এসো ত্রিনয়ন লোচন মুগ্ধ বদনে--
এসো আমারে তোমাতে আপনো করিয়া-
দু বাহু পাশে বাঁধনো করিয়া--
এসো অন্তরে, এসো বাহিরে--
এসো আপনার হতে আপনো হয়ে--
সেই ক্ষণ হতে এই ক্ষণে-----
না বৈশাখ, না শরৎ-
না চৈতালি কোন শশীর রাগে---
এসো চিরোক্ষণে, এসো চিরোতরে--
এসো পরশো বিথার পারিজাত নিয়ে-
এসো কমলো সজীব কুসুমো ডালে--
এসো মুখোরিত করে ভুবনো আমার-
আমার যা সব তোমারই করে
এসো তোমারই ভালোবাসারই গানে।।
মিটুল কুমার বোস[29.sept 2005]