বর্ষা পড়লেই ব্যাঙদের পোয়াবারো...
স্লোগান- মিছিলে ভরপুর....


রাজতন্ত্র বা গণতন্ত্রের ছোঁয়াচে সংক্রামক হয়েছে কি না জানিনা...
তবে, ব্যাঙেদের কটোতন্ত্র কিন্তু বেশ সমাদৃত।


সাধে তো আর রাত জেগে অনুশ্রবন করি না......


শুধু একবার বৈঠকখানায় ঢুকতে পারলেই হয়--
উড়তি শীতে ভুখা বাঙালদের একেবারে কাত করে দেবো.....


ঘাঁইছেছা বলবে! বলো। ব্যাঙের আবার সর্দি...
এ সি বিলটা কি আমি দেবো-- যে চোখ চড়কগাছ হবে....!


এটা ব্যাঙতন্ত্র, ভাড়াকরা মলাটতন্ত্র নয়....
তোমাদের মতো...


কপিরাইট: Mitul Kumar Bose[29/4/2017]