শুধু স্বপ্ন দেখার অধিকার আছে....
বাকিটায় অনধিকারচর্চা।
বসন্তের দুয়ারে দাঁড়ায়ে -
ফুলের সৌন্দর্য দেখার অধিকার আছে..
--- ছুঁতে গেলেই অচ্ছুৎ-পরকীয়া।


নীলখামে প্রথম প্রেমের চিঠি...
---" যাবার বেলায় কেন ফিরে ডাকলে না ?"
আচ্ছা....
ডাকলেই বুঝি তুমি ফিরতে....!
বিকেলের হাত ধরে চলে যেতে যেতে
গেয়ে গেলে বিদায়ের সুর।
আমার জন্য শরিকবিহীন পরবর্তী দিন..
আকাশ ভর্তি তুমি..
    --------"এক আকাশ গাঢ়নীল"।
পাংশুমেঘ এসে তাও কেড়ে নেয়-
ডুমরু বাজিয়ে তপ্তবৃষ্টি শোধরায় ঋণ।


> বলতে পারো.....?
তোমার শাড়িতে এতো নীল..!
অথচ বেদনা সব আমার কেন..?
কেন সানাইয়ের সুর  আজো কেঁদে ফেরে
এইসব বৈশাখী দিন..?


রচনাকালঃ
মিতুল কুমার বোস: 22/07/18, রবিবার।