চিরকুমার নতুনবাবু
করবেন নাকি বিয়ে!


ধুম পড়েছে কনে দেখার
দেশবিদেশে গিয়ে।


কত কনের খবর আসে
ঘটক জনে জনে!


কনে হবে সবার সেরা
পাঁজিপাঁতি গোণে!


বিয়ে হবে বিয়ে হবে
সাজন গোজন চলে!


মনেরমত কনের খবর
না পেলে কি চলে!


কারোর নাকি নাকটি বোঁচা
কারোর বাঁকা ঠ্যাঙ!


কেউ লম্বা তো কেউবা বেঁটে
হাঁটে চ্যাঙর ব্যাঙ!


এতো করি ঘটকবৃন্দ
সংকটেতে পড়ি!


পাত্রীচেয়ে বিজ্ঞাপনটা
দিলেন তড়িঘড়ি!


পাত্রীর ভীড়ে পাত্র এবার
খাচ্ছেন হাবুডুবু!


ইন্টার্ভিউর পাল্লায় পড়ে
নতুনবাবু কাবু!


হঠাৎ, বাবু উধাও হলেন
কোথাও খবর নাই!


বরকে খুঁজে ঘুমযে হারাম
ছাড়ে সবাই হাই!


ক'দিন বাদে জরুরী এক
এলো টেলিগ্রাম!


"কনে এবার নিজেই খুঁজবো
ছেড়েছি তাই গ্রাম।"


মনের মত কনে যদি
না মেলে গো আমার!


পণ করেছি ঠিকই আমি
থাকবো চিরকুমার!!
         >>মিটুল কুমার বোস।