হায়, গণতন্ত্র!  তুমি আসবে বলে...
বসে আছি,
শৈশবের অনাবৃত শরীর হতে অদ্যাবধি ;
          রাত্রির বন্ধুর পথে হোঁচট খেয়ে খেয়ে
          ক্ষয় হয়েছে যৌবন......।
ভোরেরো অনেক আগে,সকালের প্রথম রবির হাতছানি;
          তুমি আসবে বলে.......


হায়, গণতন্ত্র! তুমি আসবে বলে.....
ঘরে ঘরে স্বাধীনতার লাল জবা ফোঁটে
তোমার পূজোর নৈবদ্য --
          শহিদ নূর হোসেনের তাজা রক্ত।
অন্ধকারে আলোকিত হয় শ্লোগান-মিছিল--
          ডাঃ মিলনের শব্দবাহী লাশ।
পতাকা হাতে জেগে ওঠে মৌন প্রভাতফেরি--
          একুশে ফেব্রুয়ারি।
প্রকম্পিত হয় ৭ই মার্চ, অগ্নিঝরা বাণে--
          বঙ্গবন্ধুর ভাষণ।
আত্মত্যাগের মহিমায় জ্বলে আকাশ ভরা তারা--
          শহীদ বুদ্ধিজীবী।
শোকের অর্ঘে পুলকিত হয় বিজয়ের উল্লাস--
          ষোল'ই ডিসেম্বর।
তুমি আসবে বলে,,,,,,  ,,,,,


হায়, গণতন্ত্র!  তুমি আসবে বলে...
এ বয়সেও রুদ্ধশ্বাসে ছুটি জীবনের হিসেব কষে--
          স্বপ্ন ঘেরা প্রত্যাশায়।
তোমার আকাল চলে পথে-পথে, রাজপথে--
          ঘুনে ধরা সমাজ।
স্বৈরাচারের হিংস্র থাবায় ক্ষত-বিক্ষত হয়-
          জন্মভূমি, সংবিধান।


তবু, ঘুড়ির দোলনায় দৃষ্টি নাচে,দূর আকাশের পানে চেয়ে......
খোকার নবীন চোখ.........
হায়, গণতন্ত্র!  তুমি আসবে বলে...


মিটুল কুমার বোস [27/01/11]♦