একখণ্ড জমির জন্য মরণপণ লড়াই...
রাতভর পেটে গামছাবেঁধে লাঙলের লড়াই।


ত্রিশলক্ষ নক্ষত্র-আলোর আবাদে-
ঘরে তুলেছি সোনার ফসল;
আমাদের প্রিয় স্বাধীনতা।
সম্প্রীতির গিঁটে জোয়াল বেঁধেছি ধর্মনিরপেক্ষতার।
গণতন্ত্রের পাথরে পাঁকা বাঁধাই করেছি সংবিধান।
অন্তত, বর্ষায় দুটো সুখের পায়রা পুষবো বলে।


সাতচল্লিশের ঘাম ঝরিয়ে-
এখন, যৌবনে বিকেল....


পেটের গামছা গলায় ঝোলে......


ঘুম মুছে দেয় দুঃস্বপ্নের রাত…….
সকাল আর কতদূর..........!!


মিটুল কুমার বোস [28/03/17]