[পাইনি বলে বেদনা নেই]


পাইনি বলে বেদনা নেই একটুও---
বিশ্বাস করো,  না পাওয়ার ক্ষুধাটাই আমাকে জানিয়ে দেয়...
কতোটা ভালোবাসি তোমায় ?


আকাশের কোন তারাটা যে তোমার প্রিয়?
খুঁজতে খুঁজতে চাঁদটাকে অনেক পেছনে ফেলে এসেছি.....


আমি কবি নই! তবু দূর থেকে চাঁদটাকে ঝলসানো রুটির মতোনই মনে হয়.....


গদ্য চাই না! কী আছে ঐ ক্ষুধার রাজ্যে?


না পাওয়ার যন্ত্রনায়ও ছন্দ চাই.....
চাই নক্ষত্রে- নক্ষত্রে অন্ত্যমিল...
সারা আকাশজুড়ে ছড়িয়ে থাকা অনুষঙ্গ!


তোমাকে না পাওয়ার প্রতিটি নির্ঘুম রাত--
যেন এক একটি স্মৃতিময় বিনিদ্রকাব্য।
প্রতিটি পলকের যন্ত্রণাময় পাতায়--
তোমার অনুভবে সাজানো ভালোবাসার সুখোকবিতা।


নির্বাচিত কাব্য: একমুঠো ভালোবাসা


>>মিটুল কুমার বোস [ ২৬/০৫/১৭, শুক্রবার ]