পৌষ তুমি নেংটো কেন
শিশুর মত অবুঝ?
পরেছ কৈ সোনার নূপুর
গায়ে মেখে সবুজ?
              
কোথায় তোমার রূপোর হাসি
চাঁদের মতো মুখ?
কোথায় তোমার পাখনা দোলা
শস্যে ভরা বুক?
              
কোথায় তোমার ধুম লাগানো
ঢেঁকির বাদ্য বাজে?
কোথায় তোমার বৌরাণীরা
মুড়ির ঝাঁঝরি  ঝাঁঝে?
              
কোথায় আছে খেজুর রসের
জামাই পিঠা পাতে?
কোন শিশুটি নতুন গুড়ের
কলাপাতা হাতে?
              
কোন উঠোনে মলাই ঢালাই
কুলোর বাতাস লাগে?
কার গোলাটা সোনার ফসল
ধানেই মাথাই জাগে?
            
কোন কৃষাণী  মনের রঙে
আলতা রাঙা পায়?
কার উঠোনে আজো রাতে
জারি সারি গায়?
            
হারিয়ে গেছে যৌবন  তোমার
হারিয়ে গেছে দিন!
ঐতিহ্যের বড়াই করে
বাড়াও কেন ঋণ ?


-মিটুল কুমার বোস[০৭/০১/১১-শুক্রবার]