তোমার তৃতীয়া তিথির বয়সেই প্রথম প্রেমে
পড়েছিলাম, ও চাঁদ!


তোমার সাচ্চা বরণ সাদা মুখ, মনের ভেতর
প্রেমোদগমের ঠোকা মারা বাঁকা হাসি;
আমার বয়ঃসন্ধি কাচা জল ডিঙিয়ে, নিজের
অজান্তে কখন যে তোমার কূলে পৌছে গেছি-
একদম জানিনা।


তখন কি জানতাম ?
ও' কূলে চন্দ্রজাল আছে! জড়িয়ে গেলে আর
ছাড়াতে পারব না।


চৈত মাসের ভ্যাপসা গরমের বাহানায় ছাদে
উঠেছি। হাজার লোকের ভীড়েও যেমন
বাহুবলীকে চেনা যায়; সহস্র-কোটি নক্ষত্রের মধ্য
থেকেও তোমায় খুঁজে নিয়েছি।


ফ্যালফ্যালে চোখের মোহিত জলে- লালদিঘির
সাদা পদ্মের মত--
তোমাকে ধারন করেছি আত্মার সরোবরে।


তখন কি জানতাম?
বেলা ওঠা কুয়াশার মত- এমন জোসনার স্নিগ্ধ
পাপড়িরাও একদিন সব মায়া ছিন্ন করে ঝরে
যাবে!


তোমার মায়াবি রোশনাইয়ের হাত ধরে-
একে একে পঞ্চমী, ষষ্ঠী, দ্বাদশীর বয়সী সীমানা
মাড়িয়ে, কত তাড়াতাড়ি  যে যৌবন পারে পৌছে
গেলাম, তা'র হিসেব কষিনি কখনো।


সে যৌবনের বাঁধ ভাঙা জোয়ারের তোড়ে, তোমার
আমার দুকূলের সীমানা ছাপিয়ে একাকার হ'লাম
কোন এক ভরা পূর্নিমায়।


কিন্তু, তখন কি জানতাম?
জোয়ারের উচ্ছলিত আবেগ নিন্মগামী হতে না
হতেই- তুমি আমার কাছ থেকে সরে যাবে একটু
একটু করে।
ক্ষয়িষ্ণু হবে ক্রমাগত অন্ধকারে, বিলীন হবে কোন
এক মিশমিশে অমাবস্যায়।
♥♥মিটুল কুমার বোস।04/01/17♥♥