তুমি আমার মনের তুলি
স্বপ্নে আঁকা ছবি,
তুমি আমার হৃদয় মাঝে
ভোরের রক্ত রবি।


তুমি আমার গল্পে গাঁথা
হাজার রূপো কথা,
তুমি আমার কথা কাব্য
একান্ত এক স্রোতা।


তুমি আমার রোদেলা দুপুর
সকাল-সন্ধ্যা -সাঁঝ,
তুমি আমার এবেলা ওবেলা
সারা বেলার কাজ।


তুমি আমার সুখ-দুঃখ
হৃদয় তটে তাজ,
তুমি আমার সখের কবিতা
ভালোবাসার লাজ।


তুমি আমার আকুল-ব্যাকুল
দু' নয়নের কূল,
তুমি আমার গন্ধ-সুবাস
অজানা এক ফুল।


তুমি আমার হাসি ঠাট্টা
গাল ভরা কৌতুক
তুমি আমার ক্ষুধার গদ্য
প্রাণ ভরানো সুখ।


তুমি আমার গান শুনানো
রাত জাগা এক পাখি,
তুমি আমার মন ভুলানো
বাউল-চারণ কবি।।
_______মিটুল কুমার বোস।