তুমি যদি আকাশ হও
আমি হবো পাখি,
তোমার বুকে পাখনা মেলে
মুক্ত স্বপন আঁকি।


তুমি যদি চাঁদ হও
আমি হবো মাটি,
জোছনা হয়েই আমার বুকে
খাবে লুটোপুটি।


তুমি যদি সাগর হও
আমি হবো নদী,
সঙ্গমেরই মহাটানে
ছুটবো নিরবধি।


তুমি যদি ফুল হও
আমি হবো মালা,
তোমার গলায় শোভা করে
ভুলিয়ে দেব জ্বালা।


তুমি যদি আকাশ হও
আমি হবো নীল,
তোমার মধ্যেই বসত আমার
হবো যে বিলীন।


তোমার প্রেমেই জল হবো
তোমার ভাঁড়েই আকার
উজাড় করা ভালোবাসায়
হাতটা দিলাম আমার।।


            [  -----মিটুল]