উড়ে যাও প্রজাপতি....
ফিরোনা ফুলে।


তোমাকে পাবো বলে-
রাত্রির কালা জল ডিঙিয়ে-
বিনিদ্র কুয়ো কুয়ো চোখের পাতায়
যখনি আশার প্রভাতী রচেছি....


ঝড়ের রাত্তিরে দিকভ্রান্ত কোনো পথহারা নাবিকের কূল খুঁজে পাওয়া আশা দীপ্তের মত  যখনি তৃপ্ত হয়েছি......


দেখে তোমার বাহারি  রঙিন পাখা-
দিতে সবটুকু দান, ভালোবাসায় উজাড় করে
আপ্লুত হৃদয় ভেঙে পড়েছে নিমেষেই।


আমার কুমারীত্বের শঙখ লাজ ভাঙাতে
সে কি বাহানা তোমার !


পাপড়ির অম্বরার নিচে নিশ্চিন্তে ঘুমন্ত যৌবনকে
বিশ্বজগতে স্বীকৃতি দিতে এক ঝলকেই সবটুকু লজ্জ্বা নিয়ে নিলে চুষে...
বেদনা, অথচ মধুর দুর্নিবার তপ্ত-চুম্বনে।


বিভোরের ভোর হতে না হতেই..
চোখ মেলে দেখি-
তুমি উড়ে চলেছো
আরো কোন বাহারি শাড়িতে ঘোমটা লুকানো লাজবন্তীর প্রথমচোখ উন্মোচনের নেশায়-
ফুল হতে ফুলে ফুলে।


   রচনাকাল:
মিটুল কুমার বোস[07/02/17]