★[ ভেবে দেখো ]★
-------------------------------------------------
ভেবে দেখো....
এই বুকে ছুরি মেরে তোমার কতোটা লাভ!


কিছুটা সোমগন্ধা তৃপ্তির মাঠ পেরুতেই--
খুঁজে পাবে রক্তাক্ত খতে বয়ে যাওয়া এক নদী।
আরেকটু ভেদ করতেই কুচিকুচি হবে- তোমারই ছুড়ে দেয়া অভিমানে জমানো স্তূপ!
একে একে ক্ষত-বিক্ষত হবে দুর্বল অভিপ্রায়ের নিস্যন্দী!


ওটাও ভেদ করলে; চূর্ণ হবে-
ঈর্ষাকাতর সুরকীতে বাঁধাই ভুল বুঝাবুঝির সুদীর্ঘ প্রাচীর।
যদিও তা' অতিক্রম করতে পারো...


তথাপিও;
পারবেনা পেরতে তোমার ঢেলে দেয়া বিন্দু বিন্দু অবজ্ঞারাশিতে জমায়েত এ হৃদয়ে নীলাদ্রী শীতল সিন্ধু!


এরপরেও যদি ছুরিটাকে ধরে রাখতে পারো!
দেখবে, সেখানে আর কেউ নেই!
নেই কোন কাঁটাতার....!
নেই সিন্ধু, নেই নীলান্ধ অন্ধকার!


দেখবে, শুধু একটাই পিঠ!
এতোটা ভেদ করে এসেও; সবটাই জুড়ে তুমি!


তোমাকেই অতিক্রম করে; তুমি!
এবং তুমি....
তুমিই একমাত্র!
শুধুই তুমি।


নির্বাচিত কাব্য: "একমুঠো ভালোবাসা"
রচনাকাল: মিটুলকুমারবোস(২৪/০১/১৮,বুধবার)