নাজমিন তুমি চলে যাওয়ার পর
তোমার বিরহে জ্বলন্ত সিগারেট দিয়ে
হাত পুড়িয়ে love লিখেছিলাম
হ্যায়-হরদম হ্যায়-হরদম মদ পান করে
রেলস্টেশনে, বস্তিতে ঘুমিয়ে ছিলাম
সে তো তোমার অজানা নয়।


আমি বলবো না তোমাকে
তুমি ফিরে এসো এই রুপালী তারাভরা রাতে
এই সমুদ্রের ঢেউয়ের সাথে আমরাও খেলা করবো
এমনটা আমি আর কখনো কল্পনাও করিনা
তুমি কর কিনা জানিনা, বোধহয় করোনা।


শেষ বিদায়ের পূর্বক্ষনে
আমার পৃথিবী যখন অন্ধকার হয়ে আসবে
শিয়রে বসে আপনজনেরা কোরআন তিলাওয়াত করবে
আমার দেহ পিঞ্জিরা থেকে
প্রাণ পাখি উড়ে যাওয়ার সময়
আমার মাথাটা তোমার বুকের সাথে রেখ
যাতে শেষ বিদায়ের বেলায়
তোমার চোখের এক ফোঁটা জলে কপালটা ভিজাতে পারি
প্রাণ ভরে তোমাকে শেষ দেখাটু্কু দেখতে পারি।