আমি ভালবাসার ভিখারি, স্বচ্ছ ভালোবাসার
হারিয়ে যাওয়া ভালবাসা ফিরে পেতে
যদি বাঁধা হয়ে দাঁড়ায় সমাজের আইন-কানুন,
নিয়মনীতি, আমি মানি না, মানবো না
পায়ে পিষে মিশিয়ে দিবো পিচ ঢালা রাজপথে
কিংবা গ্রামের আঁকাবাকা মেঠোপথে।


আমি প্রেয়সীর মায়াবিনী মুখখানা দেখে
আহার নিদ্রা ছেড়ে কাটিয়ে দিতে পারি জিন্দেগী
প্রেয়সীর শাড়ীর আঁচলে শূয়ে।
তার মৃদু হাসি, ডাহুগিনীর মতো চোখ এবং ঠুট
আর ভেজা চুলের খুশবু মাখানো ঘ্রাণ
বাচিয়ে রাখবে দেহে আমার এ প্রাণ।


আমি ভালোবাসার ভিখারি, স্বচ্ছ ভালোবাসার
ডালভাত, পানতা-মরিচ খেয়ে
পেটের ক্ষুধা নিবারন করি সবে।
আমার এই হৃদয় হাজার বছরের ক্ষুধার্ত
একটু ভালোবাসা চাই, স্বচ্ছ ভালোবাসা
যা কেবল তোমার ভান্ডারে রক্ষিত আছে।


কলংক হবে জেনেও, বদনাম রটাবে জেনেও
বারবার তোমার দ্বারে ছুটে আসি
তোমার ভালোবাসায় হৃদয়ের ক্ষুধা নিবারন করবো বলে।
সমালোচনা তো হবে-ই,
এক শ্রেণীর লোকের জন্ম তো তা করার জন্য-ই
তাই বলে তোমার ভালোবাসা ভিক্ষে চাইবো না।


(সংক্ষিপ্ত)


আল জুবাইল
সৌদি আরব