শকুনিরা যখন খামচে ধরেছিল মায়ের হৃৎপিণ্ড
বুকের তাজা রক্ত ঢেলে মুক্ত করেছিল
মাকে ফিরিয়ে দিয়েছিল তার মুখের নিজস্ব বুলি।


আজকের শকুনিরা খামচে ধরেছে আমাদের মস্তিষ্ক
চোখ দিয়ে জল আসে যখন চোখে পড়ে
মায়ের বাক্য প্রচার করি লিখে ইংরেজি বর্ণে।


হামেহাল চলতে থাকলে বহুদিন
মস্তিষ্কে ঢালা বিষের বিষক্রিয়ায় ধ্বংস হবে একদিন
জাগতে হবে, রুখতে হবে, রক্তে কেনা বর্ণে লিখতে হবে।


ইংরেজি বর্ণে লিখতে, ব্যথিত হয়না তোমাদের চিত্ত
মম চিত্ত হতে অঝর ধারায় ঝরে রক্ত
নিজেকে রাখতে পারিনা শক্ত।


ভাষা শহীদের রক্তে কেনা বাংলা বর্ণ, এ যে মোদের স্বর্ণ
বাংলা বর্ণে লিখলে বাক্য,শহীদের আত্মত্যাগ হবে ধন্য
বিসর্জন ছাড়া অর্জনে থাকতে চায়না প্রাণে।