কোথায় পাওয়া যাবে স্বাধীনতাকে?
জানতে খুব সাধ জাগে
কি অপরাধ ছিলো এই শিশুটির?
মাথায় টুপি, মুখে তো দাড়ি-ও ছিলো না
কেন রক্তাক্ত হলো?
পাঞ্জাবি পরাটাই কি তার অপরাধ ছিলো?


কে দেবে এই প্রশ্নের জবাব?
আহ্! কি সুন্দর চাহনি
রক্তাক্ত শ্যামলা বরন মুখখানি
ধবধবে সাদা পাঞ্জাবিটাও খুনেতে রাঙা
ক্ষমতা করে দিয়েছে মোদের অন্ধ
ভোর হলেই মুছে যাবে কলঙ্কের গন্ধ।


এই স্বাধীন দেশে তার-ও তো একটি স্বপ্ন ছিলো
মুক্ত বাতাশে ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিলো
স্বাধীন দেশের স্বাধীন আকাশে ঘুড়ি উড়িয়ে
হাতে নাটাই নিয়ে খেলা করার সাধ ছিলো
স্বপ্ন, ইচ্ছে,সাধগুলো গুলো প্রস্ফুটিত হবার আগেই
লাঠি,বৈঠা কলিতে-ই নষ্ট করে দিলো।


কোথায় পাওয়া যাবে স্বাধীনতাকে?
স্বাধীনতার মিথ্যে বুলি বুলিয়ে
মারছে মানুষ পাখির মতো গুলি করে
যারা মারছে তারা স্বাধীনতার বাহক
তাহলে যারা মরছে ওরা কি?
হে বঙ্গ জননী! আঠারো কুটি জনতাকে তোমার বুকের দুগ্ধ পান করিয়ে বড়ই করেছো
কিন্তু মানুষের মতো মানুষ করতে পারোনি।