ব্যংকে সঞ্চিত গরীবের টাকা
ছোটছোট স্বপ্নে বুক থাকে ঢাকা
কোন এক সময় ব্যংক হয়ে যায় ফাঁকা
প্রভাবশালীরা লুটপাট করে নেয় ব্যংকের টাকা।


কোটি টাকা লোন নিয়ে
স্তব্ধ করে দেয় গরীবের জীবন চাকা
স্বপ্ন ডাকাতির অভিযোগ দাফন করে চিত্তে
আর কিছুদিন বেঁচে থাকে রক্তাক্ত হৃদয়ে।


লোনের টাকায় গড়ে শিল্প কলকারখানা
ধীরেধীরে গড়ে তুলেন শ্রমিকের আস্তানা
ব্যংক পাঠালে অর্থ পরিশোধের নোটিশ
নতুন ফন্দি আঁটে কি করে ঋণ মুক্তি মিলে।


সুপরিকল্পিতভাবে লাগিয়ে দেয় আগুন
জ্যান্ত মানুষ জ্বলে পুড়ে ছারখার
কেউ নেই এ দায় বহন করবার
এ হলো উপর তলার মানুষ রূপী অমানুষী কারবার।


সরকার থেকে উচ্চপদস্থ কর্মকর্তা
সবাই যেন ধোয়া তুলসীপাতা
মুখ দ্যাখে মনে হয় এ যেন তেমন কিছু নয়।


দেহ জ্বলে পুড়ে কয়লা
কে যেন হেঁসে বলে ফেলে দে ডাস্টবিনে এগুলো ময়লা
রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, আমলাতন্ত্র সব তন্ত্র মোর পকেটে
দ্যাখে নিবো কোন শালা মিছিল মিটিং করে।


তুমি যদি দাও হুমকি ধামকি
চোখের পলকে হয়ে যাবে গুম
যারা প্রকাশ্যে করছে খুন
তারাই গায় ক্ষমতার গুণ।