তোমার উপর কি আমি রাগ,অভিমান করতে পারি
সে অধিকার কি আর অবশিষ্ট রেখেছিলে
বহু বছর আগে ফাল্গুনের কোন এক দ্বিপ্রহরে
ভেঙে দিয়েছিলে এই অধিকারের সুউচ্চ দেয়াল।
এখন তো আর সেই অধিকারের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই যাকে আঁকড়ে ধরে একটু রাগ করবো
ভালোবাসার মিষ্টি মধুর কথায় সেই রাগ, অভিমান ভাঙাবে।
আজ তো আমি পরিত্যক্ত ডাস্টবিনের মতো
রাগ, অভিমান বলে কিচ্ছু নেই আমার ভিতর
আর বাহির সে তো গন্ডারের চামড়ার মতো শক্ত
পৃথিবীর কোন কটুকথা এ চামড়া ভেদ করে হৃদয়ে স্পর্শ করতে পারেনা।
তুমি দ্যাখতে পাওনা ডাস্টবিনে মানুষ প্রতিদিন কতো নোংরা ফেলেন,
আবার দুর্গন্ধে অতিষ্ঠ হয় সেই মানুষ
ডাস্টবিন কি কখনো তাদের উপর রাগ করেছে?
আমি তো পতিতার মতো, পতিতা-দের যেমন রাগ থাকতে নেই ঠিক তেমনি ভালোবাসার ভিখারিদের রাগ থাকতে নেই, অভিমান এবং অভিযোগ থাকতে নেই।
তোমার উপর রাগ করার মতো এমন কি অধিকার অবশিষ্ট আছে
যার উপর ভর করে রাগের সিড়ি বেয়ে অভিমানের চূড়ায় পৌছাবো।