আসছে বর্ষায় বাড়ি ফিরছি
এতো বছরের ইচ্ছা, অনিচ্ছা গুলো
ডায়েরিতে লিপিবদ্ধ করে নিও
মনের অজান্তে যদি কখনো ভুলে যাও।


তোমাকে একটি রাত উপহার দিবো
পূর্ণিমার রাত, তাঁরার ঝলসানো রাত
সেই রাতে আমার কোলে মাথা রেখে
তোমার ইচ্ছা, অনিচ্ছা গুলো বলবে।


তুমি কখনো আমাকে সঙ্গে নিয়ে
কামিনী ফুলের ঘ্রাণ উপভোগ করোনি
যে তাঁরা ভরা রাতটি তোমাকে দিবো
সে রাতে দু'জনে মিলে উপভোগ করবো।


অনেক ব্যাথা জমিয়ে রেখেছো হৃদয়ে
সাগরের ঢেউয়ের মতো তরঙ্গায়িত হয়
ক্ষুরধার স্রোতের মতো প্রবাহিত হয়
ঘুর্ণিঝড়ের মতো ঘুরপাক খায়।


এ-তো নীরব যন্ত্রণা, এ-তো নীরব যাতনা
তীক্ষ্ণ নখে আটকিয়ে শকুনিদের জ্যান্ত শিকার
ঠুকরিয়ে ঠুকরিয়ে খাওয়ার মতো
এ যে জ্যান্ত চিতায় দাহনের মতো।


তুমি একদিন কনকনে শীতের রাতে বলেছিলে,
তুমি পয়সা চাওনা, তুমি কেবল আমাকেই চাও
হয়তো সেইদিন স্মৃতিগুলো খুব মনে পড়েছিলো
তাই আবেগে বলে ফেলেছিলে কিন্তু বাস্তবতা তার থেকে নির্মম।


অনেক বছর হলো তোমাকে দেখিনা
খুব মনে পড়ছে তোমার মুখখানা
বস্ কে অনেক বুঝিয়ে
আসছে বর্ষায় ছুটি নিলাম।