অতি সহজে পেয়েছিলে আমায়
তাই অতি সহজেই হারিয়ে ফেললে।
যদি আমাকে পেতে গিয়ে
মা-বাবার বকুনি শুনতে হতো
শুনতে হতো পাড়াপ্রতিবেশির জ্বালাময়ী কথা
তাহলে হয়তো অনুভব করতে হারিয়ে ফেলা কতটা যাতনার।


যদি আমাকে পেতে গিয়ে
নির্জন, নিস্তব্ধ রাতে বালিশ ভিজাতে লোনা জ্বলে
হৃদয়ের গহীনে ক্ষতের সৃষ্টি হতো
দাহ হতো বিরহের দাবানলে
নিঃসঙ্গতার দীর্ঘশ্বাসে ভারী হতো দেয়ালের চারপাশ
তাহলে হয়তো অনুভব করতে হারিয়ে ফেলা কতটা যাতনার।


সহজলভ্য কিছু হারিয়ে ফেলায় হৃদয় ব্যথিত হয়না
ক্লেশের সৃষ্টি হয় না, সৃষ্টি হয় না দহনের
খেলারছলে ভুলে ফেলা যায়, ভুলে থাকা যায়
একটু নিছক অভিনয় করতে হয় নিজের সাথে
তোমার তা-ও করতে হয়নি, যদি করতে হতো
তাহলে হয়তো অনুভব করতে হারিয়ে ফেলা কতটা যাতনার।


সখের কবুতরের মৃত্যুতে শোকাহত হয়েছিলে
অনেক সাধনায় এনেছিলে বলে
আমার স্বপ্নের মৃত্যুতে শোকাহত হওনি
এলোমেলো চুলে বেলকনিতে দাঁড়িয়ে ভাবনার ইচ্ছে জাগেনি
আমাকে পেতে যদি কষ্ট করতে হতো
চুখের জল ঝরাতে হতো,
দীর্ঘসময় অপেক্ষার প্রহর গুনতে হতো
তাহলে হয়তো অনুভব করতে হারিয়ে ফেলা কতটা যাতনার।