আমি ঐ বদ্ধ অন্ধকার অক্সিজেনহীন ঘরে থাকতে পারবো না
যদি তোমার অলৌকিক আলো, অক্সিজেন না দাও।
আদায় করিনি সালাত ,পড়িনি আল কোরআন
চলিনি সত্যের পথে, ইসলামের পথে।


তুমি যুগে যুগে পাঠিয়েছিলে সত্যের দিশারী
তার রেখে যাওয়া বাণী গুলো দূরে ঠেলে ফেলে রাখি।
তোমার পাঠানো এই ধরিয়ায়
করিয়াছি মারামারি, হানাহানি, কানাকানি
লেনদেন করিয়াছি সুদ আর ঘুষের
ব্যবসা করিয়াছি হারাম পথের
খেয়েছি নেশা করিয়াছি মাতলামি।


যা তুমি হালাল করিয়াছো আমি করিয়াছি হারাম
আর যা তুমি হারাম করিয়াছো আমি করিয়াছি হালাল।
আমি ঐ বদ্ধ অন্ধকার অক্সিজেনহীন ঘরে থাকতে পারবো না
বিষাক্ত পোকামাকড়ের কামড়, সাপের ছোবল সহ্য করতে পারবোনা।
তুমি আল কোরআনে বলিয়াছিলে এই অন্ধকার ঘরের নির্মমতার কথা
এই আলোহীন ঘরের যন্ত্রণার কথা।


আমি গাফেল হয়ে গিয়েছিলাম তোমার দ্বীন থেকে
মুখ ফিরিয়ে নিয়েছিলাম আল কোরআন থেকে।
আমি সাড়া দেয়নি তোমার ডাকে
নিজেকে ব্যস্থ রেখেছিলাম মসজিদে আযান হলে
আজ আমার অভিশঙ্কা হচ্ছে
চিন্তা করে কবরের ভিতরে দীর্ঘ জীবনের।


যাকে সৃষ্টি না করলে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না
সেই মুহাম্মদ এর নামে ক্ষমা কর মোরে
আলোকিত করো কবর মুহাম্মদ এর নূরে।