১৯৫২ সালে বীর সন্তানেরা
বুকের তাজা রক্ত দিয়ে ছিলো ভাষার স্বাধীনতার জন্য
পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করতে পেরেছিল
কিন্তু মুক্ত করতে পারেনি দেশেরই কতিপয়
মানুষ রুপ ধারণকারী অমানুষের কবল থেকে।


মুক্ত চিন্তা ধারা, মুক্ত ভাষার কথন, মুক্ত চেতনা
আজও তাদের চার দেয়ালে বন্দী।
সত্যকে সত্য বলে শির উঁচু করে পথ চলতে গেলে
তেড়ে আসে লাঠিসোঁটা নিয়ে
বুকের পাঁজর ছিঁড়ে হৃৎপিণ্ড খুলে নিবে বলে।


১৯৭১ সালে যুদ্ধ করেছিল
একটি স্বাধীন সার্বভৌম মানচিত্রের জন্য
দুমুঠো ভাতের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য ।
ক্ষুধার্ত কাক, শকুনের মতো আজও চিৎকার করে
পৃথিবীর অর্ধাধিক ক্ষুধার্ত মানুষ
যার আছে তার বাড়ি, গাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে
আর যার নেয় তার খাবার মতো রুটি টুকুও নেয়।


আমি একসপ্তাহের ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হৃদয়
অনেক অনেক ক্ষুধা আমার, অনেক অনেক পিপাসা
তোমরা যারা টাকার বিছানায় ঘুমাও
আমার এ ক্ষুধা নিবারন করতে না পারলে
এই মানচিত্র চিবিয়ে খেয়ে ক্ষুধা নিবারন করবো
পৃথিবীর সব জল দিয়ে নিবারন করবো পিপাসা।


বিশ্ব মুড়লেরা মঞ্চে দাড়িয়ে মানবতার কথা বলে
কথা বলে মৌলিক অধিকার নিয়ে
ইয়েমেন-সিরিয়ায় হাজারো শিশু,কিশোর, বৃদ্ধ
দিনের পর দিন কাটায় অনাহারে
রৌদ্রের উত্তপ্ত তাপে তাদের হৃদয় শুকিয়ে বিস্তৃত মরুভূমি।


আল জুবাইল
সৌদি আরব