বয়স আমার চল্লিশ ছুঁয় ছুঁয়
অনেক ঘাত প্রতিঘাত হজম করেছি
দেখেছি অনেক আপনজনদের বিদায়,ভাঙ্গন-গড়ন
সবচেয়ে বেশী ব্যথিত করেছিল তোমার প্রস্থান।
চুলদাড়ি পাকা ধরেছে, বিলুপ্তি হচ্ছে যৌবন শক্তি
প্রস্থানের আয়োজন চলছে আরশে
ধূসর হচ্ছে আকাশের রং, এখন কেবল শুধু প্রতীক্ষা
হঠাৎ একদিন আটকে যাবে দম।
যখন চুলদাড়ি কুচকুচে কালো ছিলো
উদ্দামতা ছিল দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে
মৌচাক ছিল রসে ভরপুর
তখন তুমি নিয়েছিলে প্রস্থান।
বয়স আমার চল্লিশ ছুঁয় ছুঁয়
অপেক্ষা করছি ফিরে যাবার
কোন এক বসন্তে কোকিলের বিরহী গান শুনতে শুনতে চলে যাব
বিলুপ্তি হয়ে যাব ইতিহাসের পাতা থেকে।
বাতাবী লেবুর ঘ্রাণ জাগাতে পারবেনা নিথর প্রাণ
তোমার প্রতি ভালোবাসা থেকে যাবে অবিরাম
উপত্যকা গুলো আগের মতো শির উঁচু করে দাড়িয়ে রবে
আলো ছড়িয়ে যাবে জোনাকিপোকা গুলো।
শহরগুলো একদিন ধ্বসে যাবে, বিলীন হয়ে যাবে রাজপথ গুলো
পুরনো ইতিহাস মুছে নতুন ইতিহাস জন্ম নিবে
বাউন্ডেলে হৃদয় একদিন শান্ত হয়ে যাবে।