✑ মিটু সর্দার


আমি স্বাধীনতা চাইনা, ভাত চাই ভাত
ভাত না পেলে একলক্ষ সাতচল্লিশ হাজার -
পাঁচশত সত্তুর বর্গকিলোমিটারের মানচিত্র চিবিয়ে খাবো
ক্ষুধার যন্ত্রণায় আমি মাটি কামড়িয়ে খেয়েছি --
জ্বালা মিটিয়েছি নাড়ীভুঁড়ির।
আমি এক কোটি বছরের তৃষ্ণার্ত, পিপাসিত অন্তর
পান্তা আর লঙ্কাবাটা-ই আমার জন্য কোরমা পোলাও
তা-ও যদি না পাই লোহিত রক্ত পিকে উদর পুর্তি করবো।
আমাকে তিনবেলা তিন মুঠো ভাত খেতে দিলে --
আমি আমৃত্যু শান্ত থাকবো, মন্থর থাকবে গতি
খাবার না পেলে পতাকা পুড়িয়ে ছাঁই খেয়ে উদর পুর্তি করবো
অবরোধ করবো রাজপথ --
ইট খুলে খাবো সংসদ ভবনের --
কণ্ঠনালী চেপে ধরবো দক্ষিণা পবনের--
মুক্তির ঝাণ্ডা উড়াবো নিপীড়িত নির্যাতিত মজলুমের।
এই ভদ্র সমাজে নগ্নতা আবরণে পোশাক চাইনা
আমি এক মুঠো ভাত পেলে গাছের বাকলে নগ্নতা ডেকে নেবো
আমি ভাত চাই ক্ষুধা নিবারণে --
নির্মল জল চাই হৃদয়ের তৃষ্ণা তুষ্টিতে --
তোমরা তো দিনাতিপাত করছো পুষ্টিতে।


১৮/১০/২০২২ইং, সৌদি আরব