তুমি বলেছিলে তোমাকে নিয়ে আর না ভাবতে
নতুন করে কোন স্বপ্ন না দেখতে
হৃয়ের আশার বীজ বপন না করতে।
এই খোলা আকাশ, তরুলতা, সোনালী ফসলের ক্ষেত, সিনাই নদীর জল আর হাজার বছরের জরাজীর্ণ পুরনো হিজল গাছকে স্বাক্ষী রেখে বলছি তোমাকে নিয়ে আর ভাববো না, স্বপ্ন দেখবো না
হৃদয়ে আশার বীজও বপন করবো না।


তোমার এই চাঁদ মাখা মুখে
আমি কখনো বেদনার, বিরহের ছাপ দেখতে চাইনা
শুনতে চাইনা হতাশার দীর্ঘশ্বাস
তাইতো আমি তোমার সব কথাই নিলাম মেনে
তোমার মুখে আমৃত্যু হাসি দেখবো বলে।
তুমি জাননা, তা কেবল আমিই জানি
তোমার হৃদয়ে চেপে রাখা কষ্টগুলোর দীর্ঘশ্বাসে তিতাস নদীতে ভূকম্পের সৃষ্টি হয়ে, সৃষ্টি হবে জলোচ্ছ্বাসের।


তুমি বলেছিলে, সৃষ্টিকর্তা চায়লে
আমাদের আবার মিলন হবে কিন্তু কখন হবে
তা তো বলোনি, মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে
হোকনা আগে কিংবা পরে
সেই আশে কাটিয়ে দিব জীবন এই ভবসংসারে।