লুটেপুটে খেয়ে গরীবের ধন, দানবীর হয়েছে বাপধন
চোখ রাঙ্গিয়ে বলছে কথা
নীচে ঠেলে ফেলে দিচ্ছে যাতা
তারা নাকি হবে বাদলের দিনে গরীবের ছাতা।


ত্রাণের নামে ভণ্ডামি চলবে আর কতোকাল
রাজনীতির যাঁতাকলে গরীবের হাল বেহাল
পাগলামি মায়ের দামাল ছেলে আসবে কবে বেড়িয়ে
রক্ত চুষাদের রক্ত দিয়ে নতুন এক মানচিত্র সাজাতে।


আমার রক্তে যদি রঞ্জিত হয় বাংলার মানচিত্র
তবুও আপোষ করবো না, ফেলবো না হাতের অস্ত্র
নির্যাতিত, নিপীড়িত মানুষ গুলো বাংলার বস্ত্র
তাদের তরে জীবন দিয়ে করবো জীবন মুক্ত।


রাজনীতির নীতি হারিয়ে করছে তারা রাজ
বেড়িয়ে এলো মুখোশের আড়ালে লুকিয়ে রাখা সাজ
জরাজীর্ণ বৃদ্ধকে আঘাতে রাজনীতি হলো সমৃদ্ধ
পাচাটা কুকুরেরা আজ এই বাংলায় প্রসিদ্ধ।


যে হাত আঘাত এনেছে বাবার চিত্তে
সেই চিত্তে স্রষ্টার বাস, জগতবাসী দেখবে তোর নাশ
যে মুষ্টি মজলুমের বুকে আঘাত হানে
জ্বালিয়ে দাও হাত অগ্নি প্রজ্জ্বলিত আগুনে।


আমার হাত নারীর তুলতুলে গালের মতো
এতোটা নরম মনে করোনা
হাতের প্রতিটি ভাঁজে ভাঁজে কিণাঙ্ক
বজ্রাঘাতের মতো আঘাত হানবে, জলোচ্ছ্বাসের মতো ভাসাবে।


মজলুমের সাথে মশকরা আর কতোকাল চলবে
ত্রাণের নামে মান হারিয়ে আর কতোকাল জ্বলবে
রাজনীতির যাঁতাকলে আর কতো মানুষ মরবে
কতো সমুদ্র রক্ত হলে এ ক্ষমতা চিরস্থায়ী হবে।