তুমি বলেছিলে
তোমার কথায় আমি আঘাত পাই
ক্ষতবিক্ষত হয় আমার হৃদয়।
আরে পাগলী,
আমি তোমায় বলেছিলাম
তুমি আঘাত করলে-ও ফুল দিয়ে করো।


তুমি বলেছিলে
ফুলেরও নাকি তীক্ষ্ণ কাটা থাকে
আরে সেই কাটা-তো ভালোবাসার কাটা,মায়ার কাটা
তুমি আঘাত করলেও মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে করো।


কাটার এই আঘাত গুলো পাপড়ি হয়ে আঘাত করে
এই আঘাত তো ব্যাথার নই,
এই আঘাত তো যন্ত্রণার নই
এই আঘাত তো ভালোবাসার আঘাত।


আমি যখন তোমাকে আঘাত করি
সেই আঘাত কোন ফুল দিয়ে নই
এই আঘাত লাঠি কিংবা বেত দিয়ে নয়
সবচেয়ে ধারালো অস্ত্র দিয়ে যার কোন লাগাম নেই।


দেহের আঘাত তো ঔষধ সেবনে সারিয়ে যাবে
যে জিহ্বার আঘাত তোমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে
হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে
যা তোমার চোখে, মুখে ফুটে ওঠে
তা কি করে সারিয়ে তুলবে বলো।