তাঁরাই তাঁরাই সেজেছে আকাশ
গাইছে গান হিমেল বাতাস
শার্টের বোতাম দিয়েছি খোলে
গাঢ় আলিঙ্গন করবো, যদি ফিরে এসো ভুলে।


চাঁদ মেঘে খেলছে লুকোচুরি
দেখছে সারি সারি তাঁরা
আজকের আকাশ নেব ভাড়া
ফিরে যাবার থাকবে না'ক তাড়া।


নীল শাড়ি পরে বসবে মোর পাশে
মাথা হেলাবে মোর কাঁধে
মোর বাজানো তাল পাতার বাঁশির সুর
পেয়ে হারানোর বেদনা করে দেবে দূর।


নিতম্ব চেপে ধরলে হস্তে,
এই রূপালী রাত দিবে না'ক যেতে ভেস্তে
হিমেল হাওয়ায় ছেড়ে উষ্ণ নিঃশ্বাস
ললাটের সব লিপস্টিক লাগিয়ে দেবে মম ললাটে।


ভোরের কুয়াশার গানে
নতুন স্বপ্ন জাগাবে তোমার প্রাণে
নির্জন রূপালী রাতের এই ভালোবাসায়
ভুলে যাবে জরাজীর্ণ বিরহ বেদনা অতীতের ক্লেশ।