আরবের মক্কা থেকে মদিনার পথে
বিস্তৃত মরুভূমির মাঝে
স্রস্টার এক অপরূপ সৃষ্টি
শির উঁচু করে দাড়িয়ে থাকা পাথরের পাহাড় গুলি।


কালো পাথরের বিশাল পাহাড় গুলি
তোমার ক্ষমতার ক্ষুদ্র এক নিদর্শন
যে বুঝে হৃদয়ঙ্গম করেছে
সে তোমার সৃষ্ট সহজ সরল পথের সন্ধান পেয়েছে।


সুবিশাল খোলা আকাশের নীচে দাড়িয়ে
শূন্যে তাকিয়ে যদি কল্পনা করি
চিন্তা করি এই পাথরের পাহাড় নিয়ে
ভয়ে হৃদয় কম্পিত হয়, আঁখি হয় অশ্রুসিক্ত।


রোজ কেয়ামতে সূর্য অতি নিকটে নেমে এলে
সূর্যের তাপে এই পাথরের পাহাড় গুলো গলে
সাগরের ঢেউয়ের মতো তরঙ্গায়িত হবে
টকবগ করে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো।


কি করে দাড়িয়ে থাকবো ক্ষুদ্র ঈমান নিয়ে
এই গলন্ত পাথরের সৃষ্টি লাভার সাগরে
দয়াময় যদি রহম না করো
ঈমানের জোরে পার নাহি পাবো।