বাংলার জমিনে প্রথম সূর্যের আলোয়
আলোকিত হয় আমার গাঁ
যদি কারও দেখতে সাধ হয়
তাহলে চলে এসো মোর গাঁ।


আমার গাঁয়ের হৃদয় ভেদ করে
ভারত থেকে আসা সিনাই নদী বয়ে গেছে
সিনাই নদীর দুই তীরে ঝাউ হিজলের সারি
রাখাল নদীর প্রেমে পড়ে ভুলে যায় বাড়ি।


একবার যদি আসো আমার এ গাঁয়
ঢোল কলমি দেবে না ফিরে যেতে
এই নদীর জলেতে সাঁতার কাটে
মাছরাঙা, পানকৌড়ি, বুনোহাঁসের দল
গাঁয়ের বধূরা সেই দৃশ্য দেখে হেঁসে হয় কুটিকুটি।


সিনাই নদীর জলেতে বেঁচে আছে মোদের প্রাণ
এই জলেতে ঘরে তুলি মোরা সোনালী ধান।
আমার গায়ের মেঠোপথে
ছেলেমেয়েরা কানামাছি ভোঁ ভোঁ, গোল্লাছুট,
হাডুডু, দাড়িয়াবান্ধা দলবেঁধে খেলা করে
পাখির কলতান শুনে ঘরে ফিরে।


আমার গাঁয়ের মেয়েরা জীবনের গল্প ফুটিয়ে তুলে
নকশিকাঁথার এপিঠে ওপিঠে
কতো লোনাজল মিশে থাকে এই গল্পের সাথে।