তোর মাঝে এতো নিকোটিনের আবাস
এতো ক্ষতিকর জেনেও তোকে বুক পকেটে রাখি
একদম হৃৎপিণ্ডের প্রত্যাসন্ন
তার চেয়েও সন্নিকটবর্তী ছিল হীরাপুরের নাজমিন।


উপর দিয়ে দেখতে কতটা সুন্দর
সফেদ কাগজে মুড়ানো
কিন্তু ভিতরে এতো বিষ এ যেন হিমালয় সম।


তুই আমার মৃত্যুর কারণ জেনেও
তোকে পয়সা দিয়ে খরিদ করি
ফুসফুসে নিকোটিনের মাউন্ট এভারেস্ট গড়ি।


জানি তুই কখনো ছাড়বি না আমায়
রাতবিরাতে আমিও যে তোকে চাই
তোর সাথে এক পেয়ালা শরাব হলে
ভুলে যাই আমি অতীত, বর্তমান, ভবিষ্যত।


তোর মূল্যের গতি যতই করুক উর্ধগতি
ছাড়বো না কভু তোকে
সবসময় রাখবো তোকে মম হৃৎপিণ্ডের সন্নিকটে।


তোর নিকোটিনের ধোঁয়ায় অন্ধকার হয় মোর বদ্ধ ঘর
ধূসর হয় স্মৃতির পাতা, ভুলি আমি তার ব্যথা
নিকোটিনে ঢেকে দেই হৃদয়ের সব কথা।


আহ! প্রতি টানে টানে সুখ, ভুলিয়ে দেয় মোর দুখ
জানি অনবরত পানে, ক্যান্সার হবে জানে
তারপরও থাকবি তুই মোর জীবনে।


ফুসফুস নষ্ট হবে, শ্বাসপ্রশ্বাসে কষ্ট হবে
মস্তিষ্কের স্মৃতিশক্তি হ্রাস পাবে
দেখতে দেখতে মিশে যাবো পশ্চিমাকাশের রক্তিম আভায়।