হে মানব!
তিমির ঘনসিয়া রাতে
উঠানের কোনে ডালিম গাছের নীচে দাড়িয়ে
কিংবা অন্ধকার ঘরের বিছানায় পিঠ ঠেকিয়ে
একবার ভেবে দ্যাখো
যেগুলোকে নিয়ে তোমরা
কবিতা, উপন্যাস কিংবা প্রেমের চিরকুট লিখ
সেই কোকিলের গান, বসন্তের ফুল
হেমন্তের ফসলের মাঠ, জোছনা ভরা রাত
চাঁদ তারা, গ্রহ-উপগ্রহ, মেঘের আড়ালের রংধনু
সাগরের কল্লোল, দারুচিনি দ্বীপ
যাকে তোমরা ডিম লাইট বলো সেই জোনাকিপোকা
এইগুলো কার দান?
তুমি, আমি এবং আমরা
একবারও শুকরিয়া আদায় করেছি
সেই স্রস্টার, সেই কারিগরের
তোমাকে, আমাকে এবং আমাদেরকে
একমুষ্টি মৃত্তিকা হতে সৃজন করে
আত্মা নামক অচীন পাখি পুঁতে দিয়েছেন দেহে।