যে দেশের জাতীয় ফল খাওয়ার পর
হাতে তেল মাখতে হয়
সে দেশে তেলবাজ জন্মানো
অপরাধের কিছু নয়।
বাজেট বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে
জনসংখ্যার সাথেসাথে বাড়ছে দৈনন্দিন চাহিদা
দিনদিন বাড়ছে হৃদয়ের শঙ্কা।
আমরা দক্ষ, বড্ড পরিপক্ব
বেশ ভালো করে জানি ঢালতে তেলা মাথায় তেল
বেশ ভালো হয় যদি মাথাটা হয় বেল।
তেলহীন গাড়ি, দিতে পারে না পাড়ি
তেল না ঢাললে ঘাম ঝরাতে হয়
সফলতার শীর্ষে আরোহন করতে।
শিখিয়েছে জাতীয় ফল
তেল মাখার সুফল
রাস্তা করতে বিভীষিকা মুক্ত
তেল ছাড়া নাই কোন বিকল্প।
কাঁঠালের আঠা, তেল ছাড়া যায়না ছাড়া
হোকনা কেরোসিন, সরিষা কিংবা ডিজেল।
যারা মারে তেল, খতম হবে খেল
জাগবে একদিন ঘুমন্ত বিবেক
ধরবে হাতে কলম,
রুখতে পারবেনা পৃথিবীর কোন বল্লম।