আমি আর একবার তোমাকে ভালোবাসতে চাই
এতোটাই বাসতে চাই যা তোমার কল্পনা হীন।
আমি আর একবার তোমার হাতটি ধরে
গ্রামের আঁকাবাকা মেঠোপথে হাঁটতে চাই।


আমি আর একবার রোদ্দুরে পুড়ে
তোমাকে সাথে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাই।
আমি আর একবার তোমার কোলে মাথা রেখে
তাঁরা ভরা রাতের আকাশ,
বাঁশ বাগানের জোনাকপোকা দেখতে চাই।


আমি আর একবার তোমাকে সাথে নিয়ে
পাল তোলা তরীতে তিতাস নদী পাড়ি দিতে চাই।
আমি আর একবার আমার হৃদয়ের সতেজ রক্ত দিয়ে তোমার পায়ে আল্পনা এঁকে দিতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে ঝর্ণার জলে স্নান করতে চাই।


আমি আর একবার তোমাকে সাথে নিয়ে ঘাগটিয়ার পদ্ম বিলের পদ্মপাতার জল দেখতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে রংধনুর সব-কটি রং এনে হৃদয় রাঙিয়ে জীবন উপভোগ করতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে কাক ডাকা স্নিগ্ধ ভোরে সবুজ ঘাসের বুকে জমে থাকা শিশির উপভোগ করতে চাই।


আমি আর একবার তোমাকে সাথে নিয়ে নিকুঞ্জ বনে কুঞ্জ সাজাতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে নিঝুম রাতে কৃষ্ণের বাঁশি বাজাতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে সিনাই নদীর তীরে বসে সূর্যোদয় দেখতে চাই।
আমি আর একবার আখাউড়ার রেলস্টেশনের কফি হাউজে তোমার মুখোমুখি বসতে চাই।


আমি আর একবার তোমাকে সাথে নিয়ে বুনোহাঁসের মতো সাঁতার কেটে তোমার ভেজা চুলের ঘ্রান নিতে চাই।
আমি আর একবার তোমাকে সাথে নিয়ে এই সবুজ- শ্যামল বনানীতে হারিয়ে যেতে চাই।
আমি আর একবার তোমার গরম নিঃশ্বাস আমার ঠুটেঁ, মুখে মাখতে চাই।


আমি আর একবার তোমাকে ভালোবাসতে চাই
হয়তো-বা আগের চেয়ে-ও অনেক বেশী।


সৌদি আরব