এন্ড্রয়েড মোবাইল চালায়না --
এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর, দুরারোহ
ইমু,ফেইসবুক,ইনস্টাগ্রাম ব্যবহার করেনা --
এমন মানুষও পৃথিবীতে নেই বল'লে-ই চলে;
ইমুর কল কেটে যাওয়ার পর;
আচমকা স্কিনে ভেসে উঠে পর্নোগ্রাফি বিজ্ঞাপন।


ফেইসবুক, ইনস্টাগ্রামে তো কথা-ই নেই ---
দ্যাখতে না চাইলেও একের পর এক দ্যাখাতে থাকে বিবস্ত্র ভিডিও
মস্তিষ্কে বাঁধতে থাকে কীড়ের বাসা --
কতোবার ফিরিয়ে আনা যায় বাউণ্ডুলে মনকে
অদৃশ্য শয়তান দ্যাখাতে থাকে প্রলোভন --
সুন্দরী নারী, পাখির নীড়ের মতো চোখ, সুডৌল স্তন ইত্যাদি-ইত্যাদি।
শয়তানের শয়তানি যদি একবার রক্তে মিশে যায়
মস্তিষ্কে যদি গড়ে তুলে ইমারত --
এই গর্ত থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য --
তাঁকে তাড়িয়ে হাঁফ ছেড়ে নিশ্বাস নেওয়া খুবই কষ্টকর।


পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ আসক্ত --
এই পর্নোগ্রাফিতে, হতে পারে ইচ্ছা-অনিচ্ছায় --
ইচ্ছে করলেও এঁরা এড়িয়ে গিয়ে বেরিয়ে আসতে পারছেনা এই ফাঁদ থেকে
প্রজন্মের জন্য এ এক গুপ্তঘাতক -- মহামারী --
যেকোনো সময় অনাঙ্ক্ষিত ধ্বস নেমে আসবে প্রজন্মের উপর।
বিজ্ঞাপন দ্যাখতে দ্যাখতে ঘুমোতে যায় --
ঘুমের ঘোরে কেউকেউ স্বাদ নেয় যৌনমিলনের --
কেউবা একটু তৃপ্তি পেতে হস্তমৈথুন করেন
আমরা না চাইলেও দেদারসে গিলছি এই অসুস্থ যৌনতা, পর্নোগ্রাফি --
চলচ্চিত্রে, ম্যাগাজিনে, বিজ্ঞাপনে, ভিডিও প্লেব্যাকে এমনকি প্রেজেন্টশনে --
নারীর চাহনিতে যদি যৌনাকাঙ্ক্ষা না থাকে --
আধুনিক সভ্যতায় সেই নারী নিষ্কাম, সেকেলে, পৌরাণিক, অনাধুনিক
আর নগ্ন,অর্ধনগ্ন,অন্তর্বাসে বেরোলে অত্যাধুনিক।


পিতাদের হাড়ভাঙা খাটুনি নিরর্থক --
নিরর্থক সন্তানদের জন্য তার সুখ,আহ্লাদ,স্বপ্ন বিসর্জন
বাবারা অবশেষে তিরস্কার,লাঞ্ছনা,গঞ্জনা করেন অর্জন।
পিতার এ খাটুনি সন্তানের ভাত-কাপড় জোগাতে
গায়ের রক্ত পানি করেন তাঁদের লজ্জাস্থান ঢাকতে
আর সন্তান ইমু,ফেইসবুক,ইনস্টাগ্রামে নগ্ন হয় তার ফলোয়ার বাড়াতে।


সৌদি আরব ১৮/০৩/২০২৩ইং