আমি নজরুলের বিদ্রোহী কবিতার মুক্ত জীবনান্দ
অন্যায় অবিচারের বিরুদ্ধে করি বিদ্রোহ।
মিথ্যা নাটক সাজিয়ে
পারেনি নত করাতে আমার এ-শির
ভেংগে দেই নাট্যকারদের শির।
আমি অনেক বার্ধক্যকে দেখেছি
চুল দাড়ি পাকা
স্ত্রী সন্তান ঘরে রেখে
আনন্দ-উল্লাস রজনী যাপন করে
অন্যের স্ত্রীর সাথে।
আমি নজরুলের বিদ্রোহী কবিতার
ইস্রাফিলের সিঙ্গার মহা হুংকার
দাবানল দাহ, দাহন করিব বিশ্ব।
আমি রাখালের সেই বাশির সুর
যেই সুর শুনে পল্লীবালা নাজমিন
উন্মাদ হয়ে ঘর ছেড়ে মাঠে আসে।
আমি উত্তাপ্ত মার্তন্ড
আমি বিপ্লবী, বিদ্রোহী সৈনিক
লাথি মেরে ভাংগি বদমাইশদের পাজর, উচু শির।
আমি আযরাইলের মত মমতাহীন, পাষন্ড
অন্যায় অবিচার দেখলে গর্জে উঠি সিংহের মতো।