আমার যতদিন প্রাচুর্য ছিল
ছিলনা বন্ধুর অভাব
আমি যদি না যেতাম
বসত না কফি হাউজের আড্ডার সংলাপ।
আমার যতদিন গাড়ী-বাড়ি ছিল
ছিল চারিদিকে ভালবাসা।
এখন আমার কিছুই নেই
নেই বন্ধুদের আসা যাওয়া
ভবঘুরে হয়ে এলোমেলো ঘুরি
দেয়নি কেই একটু-ও ভালবাসা।
নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো আরও নিষ্ঠুর
ভাদৃত্যের বন্ধনে চলতে গেলে
ছিন্ন করে দিতে হন্ন হয়ে লাগে।
ওরা মানুষ নয়
মানুষের গুণ নেই তাদের মাঝে
ওরা পরিণত হয়েছে
পশুর চেয়েও নিঃকৃষ্ট জাতিতে।