নাজমিন তোমার কি মনে পড়ে?
রূপচান্দের মুড়া থেকে শুরু করে
পাহাড়ের চুড়ার সবুজ শ্যামল ঘাসের উপর দিয়ে হাটতে হাটতে
গোধলী লগ্নে পাথারিয়াদ্বার মাঠের এক কোনে
ক্লান্ত দেহ একটি পাথরের উপর রেখে পিঠ ঠেকাই
কার্পাসের মতো নরম তোমার পিঠের সাথে।
নাজমিন তোমার কি মনেপড়ে?
কসবায় যখন তোমার নগ্ন দেহের উপর শুয়ে
ঠুটের সাথে ঠুট ঠেকিয়ে একাধিক চুমো দিয়েছিলাম
সেই উষ্ণ চুমোর আঘাতে তোমার ঠুটের নিম্নাংশে
লোহিত রক্ত জমাট বেধে কালচে রূপ ধারন করেছিল।


নাজমিন তোমার কি মনে পড়ে?
যখন তোমার আর আমার মাঝে মনোমালিন্য চলতো
তখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার হোটেলে দেখা করতাম
তুমি আমার বুকের উপর শুয়ে নানান স্বপ্নের কথা বলতে।
তুমি হয়তো জানোনা,
তুমি চলে যাওয়ার পর পরিবারের সিদ্ধান্তে
অনেকে আমার জীবনে এসেছে আবার চলেও গিয়েছে
কিন্তু তুমি যে বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে
সেই বুকে মাথা রাখার অধিকার আর কাউকে দেইনি
এবং দিবও না।