মন্দির ভগবানের ঘর
যে ভগবান ক্ষুধার্ত থাকে_আহারের প্রয়োজন হয়
এই ক্ষুধার্ত ভগবান মোর নিষ্প্রয়োজন
সৃষ্টি উপবাসে ভোগে_ক্ষুধার জ্বালায় মরে
ভগবান তার মন্দিরে খাবার সাজিয়ে রাখে।


যে ভগবান দুধে করে স্নান_সৃষ্টি ভোগে প্রোটিনে
সে ভগবান কি করে করবে মোরে স্বর্গ দান?
ফলমূলে ভর্তি ভগবানের থালা
সৃষ্টির থালা ভর্তি ধুলোবালি আর মাছিতে।


সৃষ্টি মরে ধুঁকে ধুঁকে_ভগবান থাকেন খুশিতে
এই ভগবানের চরণ তলে মাথা ঠুকে কি'বা লাভ হবে
ভগবান যদি মোর ব্যাথায় ব্যাথীত নাহি হবে।


হে পূজারী!
আর কতো করবে ছলচাতুরী
ভগবানের নাম বেচাকেনা করে করছো বাড়ি-গাড়ি
এই ভগবান_ই দিবে তোমায় নরকে ছাড়ি।


ভগবানকে তাস বানিয়ে খেলছো তিপ্পান্ন খেলা
সেই খেলায় ভেসে যাচ্ছে অসহায়দের জীবন ভেলা
বেলা শেষে তোমরাও পাবে না বেলা
ভেঙে ফেলতে তাসের ঘরের খেলা।