বদলা চাই, প্রতিশোধ চাই
এক ফোঁটা রক্তের বদলে এক সাগর রক্ত চাই
এক সাগর রক্তের বদলে এক মহাসাগর রক্ত চাই
প্রতিশোধ চাই প্রতিশোধ।


এই হৃদয় তৃষ্ণার্ত, হাজার বছরের পিপাসিত
এ তৃষ্ণা নিবারণে মোর রক্তের প্রয়োজন
তাদের লোহিত রক্ত চাই, যারা ফিলিস্তিন, ইরাক
আফগানিস্তান, লিবিয়া এবং কাশ্মীরে রক্ত ঝরিয়েছে।


আমি প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত চাই
আমি আমার এ হাত অত্যাচারীর রক্তে রাঙাতে চাই
আমার এ তৃষ্ণা মেটাতে চাই
আমি আমার ভাইয়ের প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত চাই।


আমি ঘুমাতে পারিনা,বিছানায় পিঠ ঠেকাতে পারিনা
মজলুমের আত্ম চিৎকার ভেসে আসে কানে
পশ্চিমাকাশ আজ লোহিত হয়েছে
মজলুমের লোহিত রক্তের রঙে।


আমি প্রতিশোধ চাই প্রতিশোধ
আমার বোনের ইজ্জতের প্রতিশোধ
আমার মায়ের আব্রু নষ্টের প্রতিশোধ
আমি প্রতিশোধ চাই মজলুমের লোহিত রক্তের।